বিয়ের দুই মাসের মাথায় জীবনের সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখলেন নির্মাতা আদনান আল রাজীব। ভালোবাসা দিবসে প্রেমিকা মেহজাবীন চৌধুরীর সঙ্গে ১৩ বছরের সম্পর্কের পূর্ণতা দিয়ে বিয়ের পর এবার কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ার গৌরব অর্জন করল।
আদনান জানান, “আমার মনে হচ্ছে, বউ আমার লাকি চার্ম! বিয়ের পরই ভাগ্য খুলে গেছে। প্রথম ভাগ্যটাই খুলল কান দিয়ে।” সদ্য বিবাহিত এই দম্পতির প্রেম, বিয়ে এবং একসঙ্গে বেড়ে ওঠার গল্প যেন সিনেমাকেও হার মানায়।

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে দীর্ঘ প্রেমের পূর্ণতা এনে দেন তাঁরা। বিয়ের পর সামাজিক মাধ্যমে মেহজাবীন লেখেন, “১৩ বছর পর আমরা এখানে এসে পৌঁছেছি। সব সাফল্য ও দুঃসময় একসঙ্গে পার করে এসেছি। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ আমাদের সম্পর্ক চিরস্থায়ী হয়েছে।”
‘আলী’ নামের ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানে নির্বাচিত হয়েছে। চার হাজার পাঁচ শত চলচ্চিত্রের মধ্য থেকে জায়গা করে নেওয়া এই ছবিটি নিয়ে রাজীব বলেন, “পুরোটাই স্বপ্নের মতো, আমি ডুবে যাচ্ছি আবার ভেসে উঠছি—এই অনুভূতি বোঝানো যায় না।”
আগামী ১৩ মে শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে রাজীবের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশের গৌরব এই অর্জন নিয়ে নির্মাতা ও শিল্পী সমাজে অভিনন্দন আর প্রশংসার জোয়ার বইছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!