স্টার কিড বলে কটাক্ষ, পোশাক নিয়ে সমালোচনা, আর সুযোগের প্রশ্নে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে জাহ্নবী কাপুর। এবারে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখলেও সেই বিতর্ক থেকে মুক্তি মেলেনি এই অভিনেত্রীর। তবে জাহ্নবীর পক্ষে এবার মুখ খুলেছেন তাঁর নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর পরিচালক নীরজ ঘেওয়ান।
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে নীরজ বলেন, “জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে, হয়েছে তীব্র কটাক্ষের শিকার। কিন্তু এই ছবিতে দর্শক ওর সত্যিকারের প্রতিভা দেখবেন।”
কানের আঁ সার্তে রিগা বিভাগে স্থান পাওয়া ‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। সেখানে তাঁর উপস্থিতি যতটা আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে তাঁর পোশাক আর অভিনয় দক্ষতা নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য।

নীরজ জানান, শুটিং চলাকালীন বাবাসাহেব অম্বেদকরের ‘অ্যানিহিলিশন অব কাস্ট’ বইটি জাহ্নবীকে উপহার দেন তিনি। বইটি পেয়ে জাহ্নবী নাকি “শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেলেছিলেন।” যা তার ভেতরের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
\
প্রযোজক করণ জোহর জানিয়েছেন, ছবির আগে জাহ্নবী ১০ দিনের একটি কর্মশালায় অংশ নেন পরিচালকের সঙ্গে। “ও সময়টায় জাহ্নবী নিজেকে মনে করত, যেন কোনো থেরাপির মধ্যে রয়েছে। পরে ও নিজেই বলেছে, এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল,” বলেন করণ।
মন্তব্য করার জন্য লগইন করুন!