সাত বছর আগেই শুটিং শেষ হয়েছিল। পাঁচ বছর আগে ট্রেলার এবং গান মুক্তি পেয়েছিল। কিন্তু নানা জটিলতায় আটকে ছিল মুক্তি। অবশেষে বড় পর্দায় আসছে বাপ্পী চৌধুরীর থ্রিলার ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’। তবে অভিনেতার মতে, এই সময় ছবিটি মুক্তি দেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত, তা নিয়ে সন্দিহান তিনি।
ছবিটি এখন মুক্তি দেওয়া সঠিক নয় কেন?
বাপ্পী চৌধুরীর মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাগৃহে মানুষের আগ্রহ কমে যাওয়ায় এই সময় ছবিটি মুক্তি দেওয়া যথাযথ মনে হচ্ছে না। তিনি বলেন, ‘প্রযোজক যখন মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন, তখন আমার কিছু বলার থাকে না। আমি শুধু একজন শিল্পী হিসেবে কাজটা সাপোর্ট করে যাচ্ছি এবং প্রচারে অংশ নিচ্ছি।’
‘ডেঞ্জার জোন’ কি পুরোনো মনে হবে?
সাত বছর আগে শুটিং হওয়া এই ছবি নিয়ে বাপ্পী চৌধুরী আশাবাদী। তিনি বলেন, ‘ছবির গল্প সময়ের চেয়ে এগিয়ে ছিল। এটি পুরোনো মনে হবে না। যারা থ্রিলার পছন্দ করেন, তারা ছবিটি উপভোগ করবেন।’
নতুন ছবির কাজ কী অবস্থায়?
বাপ্পী জানান, গত এক বছরে নতুন কোনো ছবির শুটিং করেননি। তার হাতে থাকা ‘সিক্রেট এজেন্ট’, ‘ঢাকা ২০৪০’ এবং ‘ভোলা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায়। তিনি বলেন, ‘যে ধরনের গল্পে কাজ করতে চাই, সে ধরনের প্রস্তাব আসছে না। তাই অপেক্ষা করছি। থ্রিলার ঘরানার কাজেই আমার আগ্রহ বেশি।’
নায়ক না ব্যবসায়ী—কোনটা এখন প্রাধান্য পাচ্ছে?
ব্যবসায় সময় দিচ্ছেন বলে কি অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন? উত্তরে বাপ্পী বলেন, ‘নায়কই আছি। বাবার ব্যবসায় সময় দিচ্ছি। আমাদের সুতা ও তুলার ব্যবসা আছে। অভিনয়ের পাশাপাশি বাবার ইচ্ছায় এই কাজে হাত লাগিয়েছি। এটা আমাকে নতুন অভিজ্ঞতা দিচ্ছে। তবে সিনেমা তো করবই, নতুন বছরে নতুনভাবে কাজ শুরু করব।’
কবে বিয়ে করছেন?
বাপ্পীর মতে, ২০২৫ সালেই বিয়ের পরিকল্পনা আছে। তিনি বলেন, ‘পরিবার চায়, মার্চ-এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসি। আমিও প্রস্তুতি নিচ্ছি। পরিবারের পছন্দেই বিয়ে করব।’
ফিটনেস এবং দৈনন্দিন জীবন
শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও নিয়মিত জিম, ফাইট প্র্যাকটিস এবং নাচের মহড়া করছেন বাপ্পী। সিনেমার প্রতি আগ্রহ ধরে রাখতে হলে এসব কাজ অব্যাহত রাখতে হবে বলে মনে করেন তিনি।
শেষ সিনেমা দেখা নিয়ে অভিজ্ঞতা
হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এখনো ধরে রেখেছেন বাপ্পী। সর্বশেষ দেখেছেন ‘ভয়াল’। তার মতে, ছবিটি ভালো লেগেছে।
বাপ্পী চৌধুরীর সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং ব্যক্তিগত জীবনের নানা দিক এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। তার আসন্ন সিনেমাগুলো কতটা সাড়া ফেলতে পারে, তা নিয়ে এখন দর্শকদের অপেক্ষা।
মন্তব্য করার জন্য লগইন করুন!