বলিউড অভিনেতা শাহিদ কাপুর তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এবারও তাকে পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা ভিশাল ভার্দওয়াজ। এটি শাহিদ–ভিশাল জুটির চতুর্থ সিনেমা। এর আগে ‘কামিনী’ ও ‘হায়দার’-এর মতো সফল ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন।
শুটিং শেষ করে ইনস্টাগ্রামে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাহিদ। তিনি লিখেছেন—

“এবং এর কাজ শেষ। এই বিশেষ মানুষের সঙ্গে আমার চতুর্থ সিনেমা। আনন্দের মাত্রা আকাশছোঁয়া। সিনেমার নাম খুব শিগগিরই জানানো হবে। প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য থাকবে চমক। কারণ আমাকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। ভিশালের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। এছাড়া প্রথমবার তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। তিনি দুর্দান্ত একজন শিল্পী। সব মিলিয়ে সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল। কেন তা জানতে হলে মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
সিনেমাটিতে শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি ছাড়াও অভিনয় করেছেন নানা পাটেকার, ফরিদা জালাল, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি। শিগগিরই ছবির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!