জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিনের নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ শুটিংয়ের সময় ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। এতে তিন প্রধান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল আহত হয়েছেন। গত শুক্রবার ঢাকার পাশেই জিন্দা পার্কে শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।
পরিচালক কাজল আরেফিন নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, শুটিংয়ের সময় স্কুটি থেকে পড়ে তিন অভিনেতা আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
- দুর্ঘটনার বর্ণনা
কাজল আরেফিন জানান, একটি দৃশ্যে স্কুটিতে চড়ে বাজারে প্রবেশ করার কথা ছিল অপূর্ব, ফারিণ ও পাভেলের। পরিকল্পনা অনুযায়ী স্কুটি চালানোর দায়িত্ব ছিল ফারিণের, তবে তিনি স্কুটি চালাতে না পারায় তা চালান পাভেল। কিন্তু মাটির রাস্তার বালুর কারণে স্কুটি থামাতে গিয়ে পাভেলের ভারসাম্য হারিয়ে যায়। অপূর্ব নিজেকে সামলে নিতে পারলেও পাভেল এবং ফারিণ পড়ে গিয়ে বেশ আঘাত পান।
ফারিণের মাথায় আঘাত লেগেছিল, তবে ভাগ্যক্রমে গুরুতর কিছু হয়নি। তাঁর হাত-পা ছড়ে গেছে এবং ব্যথা পেয়েছেন। অন্যদিকে, স্কুটির হ্যান্ডেল পাভেলের বুকে লাগায় তাঁর পাঁজরে ফাটল দেখা দিয়েছে। এমআরআই করার পর তাঁর চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানান পরিচালক।
- শুটিং আবারও নতুনভাবে আয়োজন
দুর্ঘটনার পর শুটিং বন্ধ রাখতে হয়েছে এবং পুরো সেট আবারও নতুন করে তৈরি করতে হবে। পরিচালক বলেন, ‘‘বাজারের শুটিং দৃশ্যটি আমাদের গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৮৬ জন অভিনয়শিল্পী এবং ক্রু সদস্য মিলে বড় একটি সেট তৈরি করেছিলাম। এখন আবার সব নতুন করে আয়োজন করতে হবে।’’
- আহতদের বর্তমান অবস্থা
ফারিণকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও পাভেল এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অপূর্ব হাতের কবজিতে আঘাত পেয়েছেন তবে তাঁর আঘাত গুরুতর নয়।
‘হাউ সুইট’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল। তবে দুর্ঘটনার কারণে শুটিং প্রক্রিয়ায় সাময়িক ব্যাঘাত ঘটেছে। পরিচালক কাজল আরেফিন দর্শকদের কাছে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!