ইন্টারনেটে ভাইরাল হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের অদেখা কিছু পুরোনো ছবি। তবে এই ছবিগুলো তার সুপারস্টার হবার আগের, কলেজজীবনের। কেউ কেউ সন্দেহ করেছিলেন, ছবিগুলো হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। কিন্তু ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এগুলো একেবারেই বাস্তব ছবি—তোলা হয়েছে ১৯৯০ সালের দিকে।
ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা অমর তিওয়ারি, যিনি শাহরুখের সঙ্গে ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা কাভি খুশি কাভি গম–এ অভিনয় করেছিলেন।
ক্যাপশনে অমর লিখেছেন, “পুরোনো ছবি দেখতে দেখতে মনে হলো, যেন আবার সেই দিনগুলোয় ফিরে গেলাম। একটি ছবিতে শাহরুখের পাশে আমার ছেলে মনোজও রয়েছে। তখন শাহরুখ মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিল।”

১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর একে একে বাজিগর, ডর, আর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে—সব সিনেমাই তাকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে।
শাহরুখ ভক্তরা সামাজিক মাধ্যমে ছবিগুলো দেখে আবেগে ভেসেছেন। অনেকেই মন্তব্য করছেন, “ছবিগুলোতে একটা অন্য রকম সারল্য আছে”, “অভিনেতা হওয়ার আগেও যেন তার চোখে ছিল আত্মবিশ্বাস।”
এই ছবিগুলো যেন প্রমাণ করে দেয়, কিং খানের জার্নি কতটা সংগ্রামের আর স্বপ্নে ভরা ছিল।
মন্তব্য করার জন্য লগইন করুন!