বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে ঘিরে বারবার উঠে আসছে মিথ্যা মৃত্যুর গুজব। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার বড় ভাই, বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি স্পষ্টভাবে বলেছেন—‘মৃত্যু নিয়ে মিথ্যা প্রচার করলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সোশ্যাল মিডিয়ার ভুয়া আইডিতে গুজব ছড়ানো হচ্ছে
গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি থেকে ছড়ানো হচ্ছে রুবেলের মৃত্যুর খবর। বিষয়টি নজরে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। দুই ভাইয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন—
“আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় রুবেল পুরোপুরি সুস্থ আছে। এবার যদি কেউ মিথ্যা প্রচার করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল ও সোহেল রানার ক্যারিয়ার নিয়ে কিছু কথা
জনপ্রিয়তা অর্জন করা একসময়ের অ্যাকশন হিরো রুবেল বর্তমানে অভিনয়ে কম সময় দিলেও এখনো ফিট আছেন। সর্বশেষ দেখা গেছে রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’-তে।
অন্যদিকে সোহেল রানা নিজেই অভিনয় থেকে অবসর নিয়েছেন। এক সময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন, কিন্তু সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন। উল্লেখ্য, তিনিই বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেছিলেন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মস থেকে।
‘সংযত হও’—গুজবকারীদের কড়া বার্তা
সোহেল রানা স্পষ্ট করে দিয়েছেন—
“সংযত হও। গুজব ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি বলেন, মানুষের আবেগ নিয়ে খেলা বা কোনো তারকাকে ঘিরে ভিত্তিহীন গুজব ছড়ানো মানসিক ও সামাজিকভাবে অপরাধের শামিল।
মন্তব্য করার জন্য লগইন করুন!