ছাত্র আন্দোলনের পক্ষে থাকলেও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাঁধনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এদিকে, লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সবসময়ই ছিলেন আওয়ামী সরকারের সমালোচক। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি বাঁধনের সাহসী ভূমিকার প্রশংসা করে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাঁধনকে ধন্যবাদ জানান।
বুধবার এক ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, "আজমেরী হক বাঁধনের ওপরে আওয়ামী মহল মহা বিলা (রোষানলে)। তাকে নিয়ে যা খুশি তাই বলা হচ্ছে, কারণ বাঁধন পক্ষ ত্যাগ করেছে। আগে তিনি নৌকার সমর্থক ছিলেন বলে পরিচিত ছিলেন, এবং আমিও একসময় তাকে নিয়ে সমালোচনা করেছি। বলেছিলাম, ইন্ডিয়াতে গিয়ে সিনেমা করো, বাংলাদেশে তোমার জায়গা হবে না।"
পিনাকী আরও লেখেন, “আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এজন্যই বাঁধনের ওপরে এতটা আক্রোশ। কিন্তু তারা যতই বিরূপ মন্তব্য করুক, বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হয়ে উঠবে।”
পিনাকীর মতে, "জুলাই-আগস্টের বিপ্লবের সময়ে বাঁধন রাস্তায় নেমে এসেছিলেন এবং গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখনই বাঁধন একজন মহান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার জন্য এই কাজটা খুবই কঠিন ছিল, এবং বিপ্লব সফল না হলে বাঁধনকে এর পরিণতি ভোগ করতে হতো। কিন্তু তিনি কোনো দ্বিধা ছাড়াই জনগণের পক্ষে দাঁড়িয়েছেন।"
বাঁধনের উদ্দেশে পিনাকী আরও লেখেন, "ওরা যা খুশি বলুক, ভয় পেয়ো না, মন খারাপ করো না। ইতিহাসের সঠিক পক্ষে থাকার সাহস এবং সৌভাগ্য সবার হয় না।"
পিনাকীর এই পোস্টটি বাঁধনের নজর এড়ায়নি। সেই পোস্টের মন্তব্যের ঘরে বাঁধন তাকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি নিজের টাইমলাইনেও শেয়ার করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!