কলকাতার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা। লাল বেনারসিতে কনে সাজে তাঁর ছবি ঘিরে প্রশ্ন উঠেছে—সত্যিই কি তিনি বিয়ে করেছেন, নাকি এটি কোনো ফটোশুটের অংশ?
দিন দুয়েক ধরে ছড়িয়ে পড়া ছবিগুলোতে প্রেরণাকে বর সৈকতের সঙ্গে দেখা গেছে। ছবিগুলো প্রেরণার পোস্ট করার আগেই ফাঁস হয়ে যায়, যার ফলে গুঞ্জন আরও জোরালো হয়। কেউ অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ বলছেন এটি একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুট।
প্রেরণা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, “সবাই যে কনফিউজড, সেটা ভালো। আমাদের জুটিটা দর্শক পছন্দ করে। এটা রিয়েল না শুট, সেটা ক্রমে প্রকাশ পাবে।” তবে পরে নিশ্চিত করেছেন, তিনি এখনো সিঙ্গেল।
এটি যে শুধুই একটি ফটোশুট, সেটাই ধরে নেওয়া হচ্ছে। তবে কীসের ফটোশুট, তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!