বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পা রাখবেন এই তারকা। তবে তিনি কবে আসছেন, সেই তারিখ শিগগিরই জানানো হবে।

শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও আলাদা ভক্তগোষ্ঠী রয়েছে হানিয়ার। ঢাকায় কয়েক দিন অবস্থান করবেন তিনি বলে জানা গেছে।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়া আমিরের। এরপর থেকে টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন। তাঁর অভিনীত আলোচিত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’।

সম্প্রতি ‘সরদারজি ৩’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। পাকিস্তানে ছবিটি বাণিজ্যিক সাফল্য পাওয়ার পাশাপাশি তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস চরিত্র—সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রেই এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় আসছেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!