একটি একটি করে বিয়ের বিভিন্ন আয়োজনের ছবি প্রকাশ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ে, মেহেদী ও সংবর্ধনার পর এবার তিনি প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত গায়েহলুদের ছবি।
১৩ বছর প্রেমের পর গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে বিয়ে করেন মেহজাবীন ও নির্মাতা আদনান আল রাজীব। এরপর ২৩ ফেব্রুয়ারি হয় গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান, আর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা।
আজ ৫ মার্চ, মেহজাবীন তার গায়েহলুদের ছবিগুলো প্রকাশ করেছেন, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

হলুদ নয়, লাল শারারায় মেহজাবীন
সাধারণত গায়েহলুদে নববধূরা হলুদ বা এর কাছাকাছি রঙের পোশাক পরেন। কিন্তু ট্রেন্ডের বাইরে গিয়ে মেহজাবীন বেছে নিয়েছেন জমকালো লাল শারারা সেট।
অন্যদিকে বর আদনান আল রাজীব পরেছেন সাদা পায়জামা-পাঞ্জাবি।
বিয়ের সাজে নতুন মাত্রা
তাদের গায়েহলুদের সাজ ও আয়োজনে ছিল ভিন্নতা। চারপাশে সবুজ পাতা ও হলুদ ফুলের সমারোহ থাকলেও পোশাকে ছিল নতুনত্বের ছোঁয়া। হলুদ পরিধান না করলেও তাদের আয়োজনে ছিল রঙিন এক উৎসবের আমেজ।
ভক্তদের উচ্ছ্বাস
মেহজাবীনের এই গায়েহলুদের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। নতুনত্বের ছোঁয়া থাকা এই আয়োজনে মেহজাবীন ও আদনানের সাজে এসেছে ইউনিক টাচ, যা ভক্তদের নজর কেড়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!