২০০৮ সালে 'জানে তু ইয়া জানে না' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আমির খানের ভাগনে ইমরান খানের। প্রথম ছবিতেই সাফল্যের স্বাদ পান তিনি। এরপর 'দিল্লি-6', 'মেরে ব্রাদার কি দুলহানিয়া', 'এক মায়নে তো মায়নে' ইত্যাদি ব্যবসা সফল ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি এই সাফল্য। ক্রমশ হাতছাড়া হতে থাকে জনপ্রিয়তা। অবশেষে মাত্র ৩০ বছর বয়সে অভিনয় জীবন থেকে বিরতি নেন ইমরান।
ফিল্মি দুনিয়া থেকে মুখ ফেরাতেই ইমরানের জীবনে নেমে আসে 'শনির দশা'। বান্দ্রার বিলাসবহুল বাংলো, ফেরারি গাড়ি - সবকিছুই হারিয়ে ফেলেন তিনি। এমনকি স্ত্রী অবন্তিকা মালিকও তাকে ছেড়ে চলে যান।
তবে ইমরানের দাবি, এই সবকিছুই তিনি স্বেচ্ছায় করেছেন। তার মূল লক্ষ্য ছিল নিজের মেয়ে ইমারাকে সময় দেওয়া এবং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। জাগতিক সুখ ও বিলাস ত্যাগ করে তিনি বর্তমানে বান্দ্রার একটি ফ্ল্যাটে বসবাস করছেন।
সম্প্রতি আমির খানের কন্যা আইরা খানের বিয়েতে হাজির হয়ে মিডিয়ার নজরে আসেন ইমরান। ১০ বছরের পুরনো স্যুট পরে বিয়েতে উপস্থিত ছিলেন এই অভিনেতা।
অভিষেক: ২০০৮ সালে 'জানে তু ইয়া জানে না' সিনেমার মাধ্যমে
উল্লেখযোগ্য সিনেমা: 'দিল্লি-6', 'মেরে ব্রাদার কি দুলহানিয়া', 'এক মায়নে তো মায়নে'
অভিনয় জীবন থেকে বিরতি: ৩০ বছর বয়সে
বর্তমান অবস্থা: বান্দ্রার একটি ফ্ল্যাটে বসবাস করছেন
মেয়ে ইমারাকে সময় দেওয়া , নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা
বিলাসবহুল জীবন হারানো, স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ
মিডিয়ার নজরে আসেন, ১০ বছরের পুরনো স্যুট পরে আইরা খানের বিয়েতে উপস্থিত
ইমরান খানের জীবন - ঝলকানি থেকে শুরু করে 'শনির দশা', এক বেদনাদায়ক অধ্যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!