২০২৫ সালের হজ যাত্রার জন্য প্রাথমিক নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে শেষ হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর প্রাথমিক নিবন্ধনের আর কোনো সুযোগ থাকবে না।
এ বছর, হজে গমনেচ্ছু ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের মাধ্যমে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি, যারা আগ্রহী তারা ৩০ নভেম্বরের মধ্যে প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, একবার হজ প্যাকেজ নির্বাচন করার পর, পরবর্তীতে প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। সরকারি প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছরের তুলনায় প্যাকেজ ১ এর খরচ ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজের দুটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ তাদের জন্য, যারা পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থান করবেন। অন্য প্যাকেজটি কাবা শরিফ থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে থাকা হাজিদের জন্য। উভয় প্যাকেজের খরচই গত বছরের তুলনায় কমেছে।
এছাড়া, মক্কার হারাম শরিফ থেকে দেড় কিলোমিটার দূরে আজিজিয়া অঞ্চলে হজ প্যাকেজের নাম রাখা হয়েছে ‘আজিজিয়া’। এই প্যাকেজটি ২০২০ সালে চালুর জন্য পরিকল্পনা করা হলেও করোনার কারণে তা আটকে যায়। তবে, ২০২২ সালে হজ পুনরায় চালু হওয়ার পর এটি কার্যকর হয়নি। এবার এই প্যাকেজটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
হজ যাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই প্যাকেজ ও খরচের তথ্য জানিয়ে মন্ত্রণালয় হজ যাত্রীদের ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!