বাংলাদেশ থেকে ২০২৪ সালে হজ পালনের জন্য নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ রাত ১২টায়। এ পর্যন্ত মাত্র ৪৬ হাজার ৬৭৫ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। মোট কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, “আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে হজের নিবন্ধনের সময় আর বাড়ছে না। সৌদি আরব আমাদের আর সময় দিচ্ছে না। দ্বিতীয় দফায় নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তাই আর বাড়ানো হচ্ছে না।
মন্তব্য করার জন্য লগইন করুন!