চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বলশিদ দক্ষিণ পাড়ায় বৃহত্তর যুব সংগঠন "আলোকিত সমাজ চাই" নামে সামাজিক কার্যক্রমের আলোচনায় নিয়মিত এই সংগঠন।
জানাযায় ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত চলমান রয়েছে। বৃক্ষরোপণ, সমাজিক সচেতনতা, বিশেষ সম্মাননা, গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও পাঠাগার তৈরি করে জেলা ব্যাপি সাড়া জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এরই প্রেক্ষিতে চাঁদপুর যুবউন্নয়নের রেজিষ্ট্রেশন যুউঅ/চাঁদ/২০২২-২৬ স্বীকৃতি লাভ করেন।
সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও সুশীল ও সম্মানিত ব্যক্তিদ্বয়ের মাধ্যমে ইফতার ও দোয়া আয়োজনের এ বছর "আলোকিত সমাজ চাই" যুব সংগঠন বৃহত্তর বলশীদের সকল শিক্ষক, পেশইমাম, খতিবদের নিয়ে ১২-ই রমজান, শনিবার, ২৩ মার্চ ২০২৪ খ্রি. ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুয়াজ্জম হোসাইন পাটোয়ারী। এছাড়া বিশেষ মেহমান হিসেবে সম্মানিত শিক্ষক, ইমাব ও ক্ষতিব সম্মনয়ে আয়োজন সমাদৃত হবে বলে প্রত্যাশা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক জুয়েল বলেন, অনুষ্ঠানে গুনীজন সহ সকলের সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা এবং উৎসাহিত করবে।
আয়োজনের বিষয়ে তিনি আরো বলেন, আমরা এলাকার কিছু সচেতন নাগরিকদের সম্মনয়ে আর্থিক ও পরামর্শের মাধ্যমে এই আয়োজন সম্পূর্ণ করে থাকি।
মন্তব্য করার জন্য লগইন করুন!