রমজান মুসলমানদের জন্য অন্যতম পবিত্র ও বরকতময় মাস। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলিমরা আগেই বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও দৃষ্টি যাচ্ছে ২০২৬ সালের রোজা কবে শুরু হতে পারে
মাহে রমজান শুরু হতে এখনও প্রায় ৯১–৯২ দিন বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি—চাঁদ দেখার ওপর নির্ভর করে। দক্ষিণ এশিয়ায় সাধারণত একদিন পরে রোজা শুরু হওয়ায় বাংলাদেশে রোজা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬। রমজান সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়, তাই ঈদুল ফিতর পড়তে পারে ১৯ বা ২০ মার্চ।
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে দিনের দৈর্ঘ্য তুলনামূলক ছোট থাকে। ফলে বাংলাদেশে রোজার সময় হবে প্রায় ১১ থেকে ১২ ঘণ্টা। শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে রোজা পড়ায় সেহরি ও তারাবির সময় শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
ইসলামে রোজা ফরজ ইবাদত। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য-পানীয়, দাম্পত্য সম্পর্ক ও সব অনৈতিক আচরণ থেকে বিরত থাকা এর মূল নির্দেশ। রোজা শুধু ক্ষুধা–তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং আত্মসংযম, ধৈর্য, নৈতিক শুদ্ধতা এবং গরিব–দুঃখীদের প্রতি সহানুভূতি জাগ্রত করার একটি মাধ্যম। রমজানকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বলা হয়, যেখানে প্রতিটি সৎকর্মের সওয়াব অনেকগুণ বেশি প্রদান করা হয়।
লগইন
মাহে রমজানের আর কতদিন বাকি| ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!