প্রতিটি মুমিনের জীবনের মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই সন্তুষ্টি লাভের আশায় তারা নিরন্তর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন এবং হারাম কাজ থেকে বিরত থাকেন।
বিস্তারিত:
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুমিনদের করণীয় তিনটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হয়েছে—কোরআন চর্চা, জিকির এবং পাপ থেকে বিরত থাকা।
কোরআন চর্চায় মনোযোগী হওয়া:
আল্লাহর কালাম পবিত্র কোরআন, যা মানুষের অন্তর আলোকিত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ চিন্তা করে এবং বুদ্ধিমানরা তা অনুধাবন করে।’
(সুরা সদ, আয়াত: ২৯)
জিকির করা:
আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা তাঁর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিসে বর্ণিত, মহান আল্লাহ বলেন—“আমার বান্দা আমাকে যেমন ভাবে, আমি তেমনই তার সঙ্গে আচরণ করি। যদি সে আমাকে অন্তরে স্মরণ করে, আমি তাকে অন্তরে স্মরণ করি; যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে উত্তম মজলিসে স্মরণ করি।” (বুখারি: ৭৪০৫)
পাপ থেকে বেঁচে থাকা:
আল্লাহর সন্তুষ্টি পেতে হলে পাপ কাজ থেকে দূরে থাকা জরুরি। যত ক্ষুদ্র পাপই হোক না কেন, তার শাস্তি ভেবে তা থেকে বিরত থাকা উচিত। রসুলুল্লাহ (সা.) আয়েশা (রা.)-কে বলেছেন—“হে আয়েশা, ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো, কারণ সেগুলোর লেখার জন্যও আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন।” (মিশকাত: ৫৩৫৬)
মন্তব্য করার জন্য লগইন করুন!