মদিনার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কবরস্থান জান্নাতুল বাকি—যার মূল নাম ‘বাকিউল গারকাদ’। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই এই স্থান কবরস্থান হিসেবে নির্ধারিত হয়। মসজিদে নববির দক্ষিণ-পূর্বে অবস্থিত এ কবরস্থান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।
ইমাম মালিক (রহ.)-এর মতে, জান্নাতুল বাকিতে প্রায় ১০ হাজার সাহাবির কবর রয়েছে। তবে সময়ের কারণে তাদের বেশিরভাগ কবর চিহ্নিত নেই।
এ কবরস্থানে যারা শায়িত হয়েছেন তাদের সবাই সৌভাগ্যবান। বিখ্যাত সাহাবি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
নবীজির কন্যা হজরত ফাতেমা (রা.)
তৃতীয় খলিফা ও জামাতা উসমান (রা.)
উম্মুল মুমিনিন আয়েশা (রা.)
নবীজির চাচা আব্বাস (রা.)
নবীজিপুত্র ইবরাহিম (রা.)
নবীজিদৌহিত্র হাসান (রা.)
উসমান ইবনে মাজউন (রা.)
নবীজিকন্যা রুকাইয়া (রা.)
খলিফা আলি (রা.)
আবদুর রহমান ইবনে আউফ (রা.)
সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)
নবীজির দুধমা হালিমা সাদিয়া (রা.) প্রমুখ
মদিনায় অবস্থানকালে কোনো হাজি বাতুল হলে তাকে এখানেই দাফন করা হয়। মদিনাবাসীরাও এ কবরস্থানে দাফনের সুযোগ পান। এখনও প্রতিদিনই এখানে মরদেহ দাফন করা হচ্ছে। তবে কবরস্থানের সামনের অংশে নতুন দাফন বন্ধ রয়েছে, কারণ সে অংশেই রয়েছে সাহাবিদের কবর।
লগইন
মদিনার জান্নাতুল বাকিতে শায়িত বিখ্যাত সাহাবিগণ | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!