শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবায় খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শহীদদের প্রতি অবজ্ঞা, অবহেলা বা তাদের সঙ্গে কোনো ধরনের অবিচার করা কখনোই জায়েজ নয়।
খতিব তার বক্তব্যে বলেন, “আল্লাহর রাস্তায় যারা দীন প্রতিষ্ঠার জন্য শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেন, তারাই মূল শহীদ। তবে ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলনেও যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে তারাও শহীদের মর্যাদা পাবে।” তিনি জোর দিয়ে বলেন, “এই শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে মুফতি আবদুল মালেক সতর্ক করেন, “বৈষম্য দূর করার নামে যদি নতুন বৈষম্য সৃষ্টি করা হয়, অথবা ‘বৈষম্য’ শব্দের অপব্যবহার করা হয়, তবে তা শহীদদের রক্তের প্রতি অবিচারের শামিল।” তিনি সবসময় শহীদদের জন্য দোয়া করারও আহ্বান জানান।
শহীদদের সম্মান রক্ষা ও সমাজে সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খতিব মুফতি আবদুল মালেক।
মন্তব্য করার জন্য লগইন করুন!