মোঃশরিফ হোসেন নিজস্ব প্রতিবেদক,
চাঁদপুরের অতি পরিচিত মুখ ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ- সভাপতি,৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা বজলুর রহমান লিটন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২৫ অক্টোবর বুধবার দুপুরে নিজ বাড়িতে
মরহুম বজলুর রহমান লিটন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে এ মিলাদ-দোয়ার আয়োজন করা হয় এবং কয়েক শতাধিক অসহায় হতদরিদ্র মানুষদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মরহুম বজলুর রহমান লিটনেরর বড় ভাই হাফেজ সাহিদুল ইসলাম
এসময় উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক এম এ হান্নান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খশরু মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নান্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহন চৌধুরী,সাবেক ঢাকা মহানগর উত্তর শাহা আলী থানার ছাত্রদের সিনিয়র যুগ্ম আহবায়ক এআর খাঁন রিপন,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ,সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা জসিম আখন, মিজানুর রহমান মোল্লা,মহন পাটওয়ারী মানিক। সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মরহুম লিটন কাজীর আত্মীয়-স্বজন গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১০/১০/২০২২ তারিখ শনিবার রাত ৯টা ৩০মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবদ্দশায় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ এছাড়া সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও তিনি থাকতেন প্রথম সারিতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে- মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!