রমজানের পর আসে পবিত্র হজের মাস। শান্তি ও মানবতার ধর্ম ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ।
হজের মাহাত্ম্য:আল্লাহর ইবাদত,ইহ ও পরকালের চিরকল্যাণ,সামাজিক রীতিনীতি ও সুখ-শান্তির নির্মল পাথেয়,ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা,গুনাহমুক্তি
হজের মাধ্যমে লাভ:বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধতা,বর্ণ, ভাষা ও বৈষম্য দূরীকরণ,সৌহার্দ্যপূর্ণ আচরণ,
পারস্পরিক খোঁজখবর,ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতি বৃদ্ধি
আজকের সমাজে হজের শিক্ষার প্রয়োজনীয়তা:অত্যাচার, মারামারি, হানাহানি, খুন-সন্ত্রাস ও হিংসা-বিদ্বেষ দূরীকরণ,ঐক্য, সোহাগ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা,শ্রেণিহীন, বৈষম্যহীন ও বিবাদমুক্ত পরিবেশ গড়ে তোলা
হজের বার্তা:শান্তি,মানবতা,ভ্রাতৃত্ব,ঐক্য,সাম্য,ন্যায়বিচার
সর্বোপরি, হজ মুসলিমদের ঈমান ও আখলাকের পরীক্ষা।
হজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং একটি উন্নত ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি।
মন্তব্য করার জন্য লগইন করুন!