২০২৫ সালের ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে মক্কার পবিত্র মসজিদুল হারামে (গ্র্যান্ড মসজিদ) তারাবির নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাতজন অভিজ্ঞ ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিযুক্ত ইমামদের তালিকা:
১. শেখ আবদুর রহমান আস-সুদাইস
২. শেখ মাহের আল-মুয়াইকলি
৩. শেখ আবদুল্লাহ জুহানী
৪. শেখ বন্দর বালিলাহ
৫. শেখ ইয়াসির দৌসারি
৬. শেখ বদর আল-তুর্কি
৭. শেখ ওয়ালিদ আল-শামসান
মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। রমজান উপলক্ষে মুসলিম বিশ্ব প্রস্তুতি নিচ্ছে, আর মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির নামাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে তারাবি নামাজ
বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতেও বিশেষ তারাবির নামাজ আদায় করা হবে। এই নামাজ সরাসরি সম্প্রচারিত হওয়ায় বিশ্বের কোটি কোটি মুসলমান তা উপভোগ করতে পারবেন।
রমজানে ওমরাহ পালনে উচ্ছ্বাস
প্রতি বছর রমজান মাসে লাখো মুসলমান ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। তাই তারাবির নামাজ পরিচালনার জন্য অভিজ্ঞ ও দক্ষ ইমামদের নিয়োগ দেওয়া হয়েছে।
তারাবির গুরুত্ব ও বিধান
তারাবির নামাজ সুন্নাতে মুয়াক্কাদা, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.) নির্ধারিত তাহাজ্জুদের সময়ের কিছুক্ষণ আগে জামাতে আদায় করতেন। মক্কা-মদিনাসহ বিশ্বের বড় বড় মসজিদে বিশ রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করা হয়।
বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সৌদি আরবে এই পবিত্র মাসকে কেন্দ্র করে শুরু হয়েছে বিশেষ পরিকল্পনা। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নিরবচ্ছিন্ন তারাবির জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।
মন্তব্য করার জন্য লগইন করুন!