চট্টগ্রামের ইসলামী শিক্ষা ও দাওয়াতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম ও প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার কিছু পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হলেও পথেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ বরেণ্য আলেম।
মাওলানা আমিনুল হক দীর্ঘদিন আল-জামিয়া পটিয়ায় শিক্ষকতা করেন এবং ইসলামী জ্ঞানচর্চায় রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। ছাত্রদের মাঝে ছিলেন অত্যন্ত প্রিয়, বিনয়ী ও রুহানিয়াতপূর্ণ এক ব্যক্তিত্ব। তার ইন্তেকালে ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্মৃতিচারণ ও শোকবার্তায় ভরে উঠেছে অগণিত মানুষের পোস্ট।
আজ শনিবার রাত ৯টায় পটিয়ার আলমদার পাড়ায় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, মাওলানা আমিনুল হকের ইন্তেকালের একদিন আগেই পটিয়া মাদরাসার আরেক প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানেশ ইন্তেকাল করেন। দুই দিনে দুই আলেমের বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
মন্তব্য করার জন্য লগইন করুন!