একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হলো—জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করা। ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রতিটি দিন যেন আল্লাহর ইবাদত ও স্মরণে কাটে। আর দিনের সূচনা যদি সঠিক আমল দিয়ে হয়, তবে সেই দিন হয়ে উঠতে পারে রহমত ও বরকতে পরিপূর্ণ।
প্রিয় নবি মুহাম্মদ (সা.) আমাদের এমন কিছু সহজ অথচ অমূল্য আমল শিখিয়েছেন, যা সকালে আদায় করলে বান্দা আল্লাহর বিশেষ নৈকট্য অর্জন করতে পারে। চলুন জেনে নিই সেই
গুরুত্বপূর্ণ আমলগুলো—
🌿 সকালে করণীয় কিছু আমল ও দোয়া
১. সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পাঠ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন:
"যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ১০০ বার ‘سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ’ (সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি) পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কেউ হবে না, তবে যে তার চেয়ে বেশি আমল করবে।" (মুসলিম, হাদিস: ২৬৯২)
অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি।
২. সন্ধ্যায় সুরক্ষার দোয়া পাঠ
রাসুল (সা.) বলেছেন, সন্ধ্যায় এই দোয়া পাঠ করলে কোনো অপকারী প্রাণীর অনিষ্ট তার ক্ষতি করতে পারবে না:
"أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ"
(আউজু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা)
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। (মুসলিম, হাদিস: ২৭০৯)
৩. আয়াতুল কুরসি পাঠ
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না। (শু'আবুল ঈমান, হাদিস: ২৩৯৫)
৪. আল্লাহর সন্তুষ্টি অর্জনের দোয়া
সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করলে আল্লাহ কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন:
"رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالإِسْلاَمِ دِيناً، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيّاً"
(রাদ্বিতু বিল্লাহি রাব্বান ওয়া বিলইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান)
৫. সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ
সকাল-সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে, সেদিন বা রাতে ইন্তেকাল করলে তিনি জান্নাতের অধিকারী হবেন। (বুখারি, হাদিস: ৬৩০৬)
৬. বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া
সকাল-বিকেলে তিনবার পাঠ করুন:
"بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ"
(বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই)
৭. দুশ্চিন্তা দূর করার দোয়া
সকাল-বিকেলে সাতবার বলুন:
"حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ"
(হাসবিয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম)
৮. জাহান্নাম থেকে মুক্তির দোয়া
ফজর ও মাগরিবের পরে সাতবার এই দোয়া পাঠ করুন:
"اللهم أجرني من النار"
(আল্লাহুম্মা আজিরনি মিনান্নার)
🌿 সকালে করণীয় কিছু আমল ও দোয়া
১. সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পাঠ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন:
"যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ১০০ বার ‘سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ’ (সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি) পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কেউ হবে না, তবে যে তার চেয়ে বেশি আমল করবে।" (মুসলিম, হাদিস: ২৬৯২)
অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি।
২. সন্ধ্যায় সুরক্ষার দোয়া পাঠ
রাসুল (সা.) বলেছেন, সন্ধ্যায় এই দোয়া পাঠ করলে কোনো অপকারী প্রাণীর অনিষ্ট তার ক্ষতি করতে পারবে না:
"أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ"
(আউজু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা)
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। (মুসলিম, হাদিস: ২৭০৯)
৩. আয়াতুল কুরসি পাঠ
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না। (শু'আবুল ঈমান, হাদিস: ২৩৯৫)
৪. আল্লাহর সন্তুষ্টি অর্জনের দোয়া
সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করলে আল্লাহ কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন:
"رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالإِسْلاَمِ دِيناً، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيّاً"
(রাদ্বিতু বিল্লাহি রাব্বান ওয়া বিলইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান)
৫. সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ
সকাল-সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে, সেদিন বা রাতে ইন্তেকাল করলে তিনি জান্নাতের অধিকারী হবেন। (বুখারি, হাদিস: ৬৩০৬)
৬. বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া
সকাল-বিকেলে তিনবার পাঠ করুন:
"بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ"
(বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই)
৭. দুশ্চিন্তা দূর করার দোয়া
সকাল-বিকেলে সাতবার বলুন:
"حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ"
(হাসবিয়াল্লাহু লা-ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম)
৮. জাহান্নাম থেকে মুক্তির দোয়া
ফজর ও মাগরিবের পরে সাতবার এই দোয়া পাঠ করুন:
"اللهم أجرني من النار"
(আল্লাহুম্মা আজিরনি মিনান্নার)
লগইন
দিনের শুরুতেই এই আমল করুন, দিন হবে বরকতময়। ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!