পবিত্র মাহে রমজান উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদে ১ থেকে ২১ রমজান পর্যন্ত সহী ও শুদ্ধভাবে কোরআন পাঠ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণ ক্লাসে মাত্র ২১ দিনে শিক্ষার্থীদের কোরআন পড়া শেখানো হয়েছে। সেতাবগঞ্জ পৌরসভার স্কুল রোডের ওষুধ ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম সফিকের সার্বিক সহযোগিতায় এবং মার্কাজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওয়াহিদ শাহ’র তত্ত্বাবধানে এই ক্লাস পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে কুরআন পাঠ প্রশিক্ষণ ক্লাসের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন তুলে দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহ, সেতাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা আবু তাহের সিদ্দিকী প্রমুখ।
প্রশিক্ষণ ক্লাসের আয়োজনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার।
তিনি বলেন, এই প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিকভাবে কোরআন পাঠ শিখতে পারবে এবং তাদের মনে আল্লাহর ভয় ও তাকওয়া বৃদ্ধি পাবে।
অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে এই প্রশিক্ষণ ক্লাসের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার জন্য আহ্বান জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!