ঘনঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা
ঘনঘন ভূমিকম্পকে নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, বরং গভীর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, তওবার পাশাপাশি বড় দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতি এখন সময়ের দাবি।
সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ঘনঘন ভূমিকম্পকে দেশের জন্য এক বড় সতর্কসংকেত হিসেবে বর্ণনা করেছেন। রবিবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেন, বাংলাদেশ এমন ভৌগোলিক স্থানে অবস্থিত যেখানে ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়ণ ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে। তার ভাষায়—“এই শহরের প্রতিটি অট্টালিকা যেন একেকটি সম্ভাব্য সমাধিসৌধ।” বিশেষজ্ঞদের পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প আসে, এক লাখের বেশি ভবন ধসে যেতে পারে—যা অত্যন্ত ভয়াবহ চিত্র।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এমন ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি অত্যন্ত সীমিত। প্রশিক্ষিত উদ্ধারকর্মীর সংখ্যা কম, ভারী উদ্ধারযন্ত্রও অপর্যাপ্ত। অগ্নিনির্বাপক বাহিনীর বর্তমান সক্ষমতায় বিপুল সংখ্যক ভগ্ন ভবন পরিচালনা করা প্রায় অসম্ভব। অথচ নানা অপ্রয়োজনীয় খাতে, ভাস্কর্য নির্মাণ, রাজনৈতিক অনুষ্ঠান, তোরণ, শোভাযাত্রা, ক্ষমতার প্রদর্শনী ও মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হয়।
দুর্নীতি ও অর্থপাচারকেও তিনি এই দুর্বলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অপচয় বন্ধ করে সামান্য অংশও যদি দুর্যোগ মোকাবিলায় ব্যয় করা হতো—তাহলে সেটিই হতো জাতীয় নিরাপত্তায় সবচেয়ে যৌক্তিক বিনিয়োগ।
শুধু রাষ্ট্র নয়, জনগণের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ। তিনি লিখেন, বাড়ি নির্মাণের সময় অনেকেই বিধিমালা উপেক্ষা করেন, প্রকৌশলীর পরামর্শ অমান্য করেন। এতে নিজেদের পরিবারকেই ঝুঁকির মুখে ফেলা হয়, যা এক ধরনের ‘সামাজিক আত্মহত্যা’।
তিনি বলেন, এখনই জরুরি ভিত্তিতে জাতীয় রোডম্যাপ তৈরি করা প্রয়োজন—উদ্ধারকাজ, চিকিৎসা, জরুরি আশ্রয়, খাদ্য-পানীয়, যোগাযোগব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, খোলা জায়গা সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণসহ সমন্বিত পরিকল্পনা নিতে হবে।
পোস্টে তিনি আরও বলেন, প্রস্তুতি যেন শুধু ভৌত অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ না থাকে—আধ্যাত্মিক প্রস্তুতিও জরুরি। আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা বা প্রযুক্তি নিরাপত্তা দিতে পারে না। দুর্নীতি, জুলুম, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে।
লগইন
ঘনঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহ সাহেবের সতর্কবার্তা | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!