মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা।
শনিবার দুপুর ৩ টায় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরে সরজমিনে পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন।
পূজামন্ডপ পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন,পটুয়াখালী অধিনায়ক ২২ আনসার ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা, বরিশাল জেলা কমান্ড্যান্ট উপ পরিচালক এসএম মজিবুল হক পাভেল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব। আমতলী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক আল জাবের।
আমতলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব বলেন , অত্যন্ত সু-শৃঙ্খল ও সুন্দর ভাবে পূজা উদযাপন হচ্ছে। আমাদের আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘন্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা বলেন, আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সারা বাংলাদেশে ৩২ টি জেলায় দুর্গা পূজা মন্ডপে ২ লক্ষ ১২ হাজারের উপরে আনসার সদস্য মোতায়েন আছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে পূজা মন্ডপ পরিদর্শন করছি। আমরা আশাকরছি পূজা সুশৃঙ্খল ভাবে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!