logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আটকের পর চাঁদপুরে জনগণের মধ্যে স্বস্তি, করলেন মিষ্টি বিতরণ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আটকের পর চাঁদপুরে জনগণের মধ্যে স্বস্তি, করলেন মিষ্টি বিতরণ

রাতে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আটকের পর চাঁদপুরে জনগণের মধ্যে স্বস্তি, করলেন মিষ্টি বিতরণ

এইচ এম আরিফ হোসেন//

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাতে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 


আটক এর খবর শুনে চাঁদপুর তিন তার  নির্বাচনী এলাকায় নেমে এসে জনগণের মধ্যে স্বস্তি, সেই সাথে  বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। 


দীপু মনির গ্রেপ্তারের খবর শুনে চাঁদপুরে বিরোধীদলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাতেই নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন  এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার হন তারা। এছাড়া সর্বশেষ তার নির্মমতার ঘটনা ঘটে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট। দু দফা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মদদ দেন। 


চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম  বলেন, বিএনপি সব সময় ন্যায় বিচারের পক্ষে। কিন্তু গত ১৬ বছর শত শত মামলা হামলা নির্যাতন করে আমাদেরকে মজলুম হিসেবে দমিয়ে রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সাবেক মন্ত্রী দীপু মনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা চাঁদপুর জেলা বিএনপির। 


দীপু মনি পতিত আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 


গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়। 


মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১০০০ থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 


ডিবির কর্মকর্তা সাংবাদিকদের জানান, বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আটকের পর চাঁদপুরে জনগণের মধ্যে স্বস্তি, করলেন মিষ্টি বিতরণ

রাতে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মোঃ আরিফ হোসেন, সহ সম্পাদক

image

এইচ এম আরিফ হোসেন//

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাতে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 


আটক এর খবর শুনে চাঁদপুর তিন তার  নির্বাচনী এলাকায় নেমে এসে জনগণের মধ্যে স্বস্তি,

সেই সাথে  বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। 


দীপু মনির গ্রেপ্তারের খবর শুনে চাঁদপুরে বিরোধীদলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাতেই নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন  এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার হন তারা। এছাড়া সর্বশেষ তার নির্মমতার ঘটনা ঘটে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট। দু দফা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মদদ দেন। 


চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম  বলেন, বিএনপি সব সময় ন্যায় বিচারের পক্ষে। কিন্তু গত ১৬ বছর শত শত মামলা হামলা নির্যাতন করে আমাদেরকে