চাঁদপুর প্রতিনিধি।।
বহুল আলোচিত ও জনপ্রিয় চাঁদপুর থেকে প্রকাশিত মুনোওয়ার কানন এর সম্পাদনায় ও প্রকাশনায় সাপ্তাহিক চাঁদপুর কাগজ পএিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক এস আর শাহ আলম।
গত বুধবার সম্পাদক মুনোওয়ার কাননের সিদ্ধান্তে বৃহস্পতিবার এস আর শাহ আলম কে প্রধান সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয় এবং প্রিন্টার্স লাইনে প্রধান সম্পাদক হিসেবে নাম টি প্রকাশিত হয়।
এস আর শাহ আলম ২০১৩ সালে চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক চাঁদপুর সময় পএিকার প্রতিষ্ঠালগ্ন থেকে বার্তা সম্পাদক এর দায়িত্বে ছিলেন।
এছারা, ২০১৮ সাল থেকে সম্পাদিত সোনালী চাঁদপুর নিউজ ডট কম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে সফলতার সাথে চালিয়ে আসছেন।
সাংবাদিকতার জগতে তিনি ২০০৪ সালে দৈনিক চাঁদপুর জমিন পএিকা পুরানবাজার প্রতিনিধি পদ দিয়ে শুরু করেন, ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত দৈনিক চাঁদপুর সংবাদ এর শহর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এর পরে ২০০৭ সাল থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক চাঁদপুর প্রভাহ পএিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন, তাছারা ২০০৬ সালে জাতিয় দৈনিক বাণীর চাঁদপুর জেলা প্রতিনিধি, একই সালে বহুল প্রাচীন তম কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমোদ পএিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তাছারা এস টি শাহাদাৎ এর সম্পাদনায় চাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শুদীপ্ত চাঁদপুর পএিকায় ক্রাইম রিপোটার হিসেবে কাজ করেছেন এবং ছদ্মনামে টানা ১৯ বছর সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন সততার সাথে। ফলে দীর্ঘ দের যুগ পার করেছেন সুনামের সহিত এস আর শাহ আলম। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন অভিনয় শিল্পি, ১৯৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত, বর্তমানে তিনি নাট্যমঞ্চ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সহ - সভাপতি ও শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন।
এছারা বিগত বছরে তিনি প্রায় ১০-১৫ টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন, ২০০৫ সালে চাঁদপুর বিজয় মেলা মঞ্চে তাহার রচনায় সুন্দরী নাটকটি মঞ্চায়িত করেছেন, এবং বহু সরকারি বেসরকারি নাটকে সহকারী নির্দেশনা সহ নিজে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। প্রকৃত অর্থে তিনি একজন কমেডি অভিনেতা ও এর পাশাপাশি , ইউটুবের দুইটি ওয়েব সিরিজ নাটকে অভিনয় করেছেন। সাংবাদিকতার জীবনে তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলরের কর্মশালায় অংশ গ্রহন করে সনদ অর্জন করেছেন এবং বিগত বছরে সাংবাদিকতার কয়েকটি সন্মাননা পদক সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সন্মাননা পদক লাভ করেছেন। সব কিছুর কৃতিত্বই একমাএ সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করার ফল,বর্তমানে তিনি চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে জেলার সকল সাংবাদিক , আইন শৃংখলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল জনগনের। একই সাথে তিনি সকল পএিকার সম্পাদক ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিশেষ করে দৈনিক চাঁদপুর সময় ও সাপ্তাহিক চাঁদপুর কাগজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক এর প্রতি।
মন্তব্য করার জন্য লগইন করুন!