দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীর হাতে থাকা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী দুই মাস সশস্ত্র বাহিনী সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুই মাসের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ আবারও দুই মাস বাড়ানো হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাধীন অপরাধ বিচার ও পদক্ষেপ নিতে পারবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!