শাহজাদপুর, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. ইউনুস আলী খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডা. ইউনুস আলী খাঁনের মেয়ে কানাডা প্রবাসী কানিজ ফাতেমা মিতা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. ইউনুস আলী খাঁনের চিকিৎসা সেবা, সমাজসেবা ও এ অঞ্চলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের প্রশংসা করেন। তারা ডা. ইউনুস আলী খাঁনের নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি ভবনের নামকরণের দাবি জানান।
ডা. ইউনুস আলী খান ২০২০ সালের ৯ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
তিনি ছিলেন একজন দক্ষ চক্ষু চিকিৎসক এবং সমাজসেবী। তিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা বিনামূল্যে করতেন। এছাড়াও তিনি শাহজাদপুর উপজেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!