স্টাফ রিপোর্টার।। পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা হামলা চলে আসছে বেশ কিছুদিন থেকে। এর জের ধরেই তিন বছরের শিশু কন্যা মালিহাকে অপহরণ করে হত্যা কি গুম করতে পারে প্রতিপক্ষগণ এমনটিই জানান শিশু কন্যা মালিহার বাবা-মা।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়ার ঢালিরঘাট উত্তর বালিয়া ডেঙ্গু খার বাড়িতে।এ বিষয়ে ছয়জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় ১২ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং মামলা নং ২৮ দায়ের করেন শিশু কন্যা মালিহার মা, ফাহিমা বেগম। শিশু কন্যা মালিহা হলেন বিশিষ্ট সমাজসেবক মরহুম আলেফ খানের ছেলে মোঃ হালিম খানের একমাত্র কন্যা।
মামলার বিবরণীতে জানা যায় ২২ শে জানুয়ারি ২০২৪ ইং সকাল ১১ টায় অন্যান্য দিনের মতো বাড়ির সংলগ্ন রাস্তায় খেলাধুলা করছিল শিশুকন্যা মালিহা। এরপর থেকেই শিশুকন্যা মালিহা নিখোঁজ হয়ে যায়। বাড়ির আশেপাশে সহ পুকুর নালা-ডোবা সব খোঁজাখুঁজি করে শিশুকন্যা মালিয়ার খোঁজ মিলেনি। তাকে না পেয়ে সন্দেহের তীর সু নির্দিষ্ট জ্ঞাপন করেন দীর্ঘদিনের হুমকি দাতাদের প্রতি।
প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করে ফেলবে বলে হুমকি-ধমকি দিয়েছিলেন প্রতিপক্ষ গণ। বিষয়টি স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই জানেন বলে জানিয়েছেন মালিহার বাবা মা।
এদিকে শিশুকন্যা মালিহার মা-বাবা জানান মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছেন আসামি শুক্কুর। তারা জানান এক নম্বর আসামিকে গ্রেফতার করলেও বাকি আসামীরা নিয়মিত বাড়িতে ও বাড়ির সংলগ্ন ঢালিরঘাট বাজারে ঘোরাফেরা করছে। শুক্কুর খান সহ অন্যান্য আসামিরা যে কোন মুহূর্তে আরো বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করেন মালিহার বাবা মা। আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ সহ আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন শিশু কন্যা মালিহার মা" ফাহিমা বেগম
মন্তব্য করার জন্য লগইন করুন!