মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮), এবং বাচ্চু মাল (৫০)। তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মতিউর রহমান মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
গতকাল বিকেলে মতিউর মালের লোকজন বাজারে গেলে, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং হাতবোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে সুলায়মান মালসহ তিনজন আহত হন। আহত সুলায়মান মাল বলেন, "রোববার থেকে আমরা বাজারে যেতে পারছি না। গতকাল যখন বাজারে গিয়েছিলাম, তখন আনোয়ার মালের লোকজন আমাদের ধাওয়া করে। একপর্যায়ে সুমন মাল হাতবোমা নিক্ষেপ করে। আমার পায়ে বোমার আঘাত লেগেছে।"
এদিকে, অভিযোগের বিষয়ে আনোয়ার মাল বলেন, "আমি কোনো হামলা চালাইনি। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি বোমা হামলার ব্যাপারে কিছু জানি না।"
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতার হোসেন বলেন, "অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে, তারা অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!