রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ১৪ অক্টোবর ২০২৩ তারিখ ২১:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন খাগড়বাড়িয়া এলাকায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) মোবাইল ফোন- ০৪, (খ) সীম কার্ড- ০১টি, (গ) মোটরসাইকেল- ০১টিসহ চোরচক্রের মূলহোতা'সহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ হৃদয় খাঁ (২৪), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, ২। মোঃ রানা (২২), পিতা- মৃত তারা খাঁ, উভয় সাং- খাগড়বাড়িয়া, থানা- সিংড়া, জেলা- নাটোর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের থেকে জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা হতে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫, নাটোরের চলমান অভিযানে সিংড়া থানায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা'সহ ০২ চোরাকারবারী গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (১৫ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!