রুমা (বান্দরবান), ৩ সেপ্টেম্বর: বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে বম পার্টি (তথাকথিত কেএনএ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস করে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করেছে—জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইপিআর)।
আইপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী জনবসতিহীন ওই এলাকায় টহল দলের তল্লাশিতে চিহ্নিত করা হয় কেএনএ-এর প্রশিক্ষণ ক্যাম্প। এক মাসব্যাপী চালানো অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে কাঠের রাইফেল (প্রশিক্ষণ-উপকরণ), স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি ও কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি ও চার্জার, সোলার প্যানেল, রসদসহ বিভিন্ন প্রযুক্তি ও দৈনন্দিন ভোগের সরঞ্জামাদি।
পাশাপাশি তৎপর জায়গাগুলো—প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলোও দখল করা হয়েছে এবং সেখানে অভিযান চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সকল জাতিগোষ্ঠীর জীবন-জমিদার নিরাপত্তা রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা রোধে এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ভবিষ্যতেও কঠোর সামরিক তৎপরতা অব্যাহত রাখবে—উল্লেখ করেছে সেনাবাহিনী।
মন্তব্য করার জন্য লগইন করুন!