হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথম বারের মতো বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার (২৫ নভেম্বর) পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক ও কমিশনার এই দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এতে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ২২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন পেয়েছেন ১৮৮ ভোট। উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ২৮৬ ভোট পেয়ে কমিশনার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ধ্যারই সরকারি প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) রহিমা খাতুন পেয়েছেন ১২৮ ভোট। এদিন সন্ধ্যা ৭ টায় নির্বাচনের দায়িত্ব থাকা সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। সহকারী প্রিজাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক, জাহিদ হোসেন ও সমাজসেবা অফিসের অফিস সহকারী মো.লিটন। এ নির্বাচনে হাই স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩৬ টি প্রতিষ্ঠানের ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!