হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভাপ্রধান ইউএনও রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সহ- সভাপতি নূর নবী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদেশী চন্দ্র রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মাহমুদ। আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,পল্লী বিদ্যুতের সহকারী
জোনাল অফিসার নেজামুল ইসলাম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ফেরদৌস আলম মানিক ও কমিশনার ইয়াকুব আলী,রাজনৈতিক নেতা চাষি এনামুল হক, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ ডিসেম্বরে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বিভিন্ন পেশার বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে শহীদ হবার কথা তুলে ধরেন। এবং সেইসব শহীদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!