হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মিলনায়তনে রবিবার ২৫ মে সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের আওতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহ-শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, অধ্যাপক ইসমাইল হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহনকারি ৪টি স্কুলের ছাত্র- ছাত্রী ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা দুর্নীতি প্রতিরোধ ও বিতর্ক প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য দেন। প্রতিযোগিতায় নেকমরদ আলিমুদ্দির সরকারি উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল সরকারি গার্লস হাই স্কুল, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ও কেন্দ্রীয় হাই স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেন।
চুড়ান্ত পর্বে " রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতি
সহনীয় পর্যায়ে রাখতে"-বিষয়ে প্রতিযোগিতা হয়। বিচারক ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মন ও
শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়। মডারেটর ছিলেন প্রভাষক আলমগীর হোসেন। উপস্থাপনা ও সার্বিক পরিচালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
প্রতিযোগিতায় কেন্দ্রীয় হাই স্কুল চ্যাম্পিয়ন ও
সরকারি গার্লস হাই স্কুল রানার আপ হয়।উভয়
বিতার্কিক দলকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্র ছাত্রীদের সাধারণ (টোকেন) পুরস্কার দেয়া হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!