শোককে শক্তিতে পরিণত করে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ময়মনসিংহে সাইকেল র্যালীর আযোজন করা হয়েছে।
শোকাবহ আগষ্ট মাসে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ও তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে সাইক্লিস্টরা র্যালীতে অংশগ্রহণ করেন।
রাউন্ড টেবিল বাংলাদেশ ও ক্লিন আপ বাংলাদেশের যৌথ আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেল এর সহযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ ইউনিটের সভাপতি মোঃ শফিউল্লাহ ।
মন্তব্য করার জন্য লগইন করুন!