রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ছিনতাইয়ে ব্যবহৃত ১৩টি চাকু, ১২টি ক্ষুর এবং একটি চাপাতি উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া, মো. বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আবদুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)।
র্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা দিনের বেলায় আত্মগোপনে থাকত এবং রাতের অন্ধকারে ছিনতাই কার্যক্রম পরিচালনা করত। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক এবং ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা কারাভোগও করেছে।
অভিযানে আটক ছিনতাইকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের উদ্যোগ
রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই চক্র নির্মূলের লক্ষ্যে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের ফলে শহরের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশেই কমেছে বলে দাবি করেছে র্যাব।
মন্তব্য করার জন্য লগইন করুন!