চট্টগ্রাম, নগরীর বায়েজিদ থানা এলাকায় ১০০ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় নাহিদা বেগম (৫০) নামে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
আদালতের রায়ে বলা হয়, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে নাহিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নোমান চৌধুরী জানান, নাহিদা বেগম বর্তমানে জামিনে পলাতক। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।
মামলার বিবরণ অনুসারে, ২০১৪ সালের ২৮ মে বায়েজিদ থানার পুলিশ অক্সিজেন কুয়াইশ সড়ক এলাকা থেকে নাহিদা বেগমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ টি পলিথিনের ব্যাগে ভরা ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এ ঘটনায় বায়েজিদ থানার তৎকালীন এসআই কফিল উদ্দীন বাদী হয়ে মামলা করেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত নাহিদা বেগমকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ডের রায় দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!