মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখা তাদের কার্যক্রমে এই মানববন্ধন আয়োজন করেছে। মানববন্ধনে প্রধান উপস্থাপনা করলেন দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা শাখা বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, আহবায়ক সুরভী কেরকো, সেতারা বেগম প্রমুখ এবং উদ্দেশ্য ছিল মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীর ধর্ষণ চেষ্টাকারী রনি, সাকিব ও আকবর এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তাদের গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন এবং এই মানববন্ধনে তাদের সহযোগীতা চাইতে বক্তারা কামনা করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!