মোঃ রবিউল হক ( ময়মনসিংহ প্রতিনিধি )
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রিটার্নিং অফিসার ও তার কার্যালয়ের কর্মকর্তারা নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এই যাচাই বাচাই সম্পন্ন করে।
আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী জানান, নির্বাচনে মেয়র পদে ৭জনের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন ও এক জনের মনোনয়ন বাতিল করেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফেরদৌস জিলুর ৩শ জন ভোটারের সমর্থনসূচক তালিকায় গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ঋন খেলাপি, হলফনামায় তথ্য গোপন ও স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৩ জন সংরক্ষিত ও ৩৩ জন সাধারণ কাউন্সিলরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা জানান, তারা এ রায়ের বিপক্ষে আপিল করবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!