বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসা বাড়িতে গ্যাসের নতুন সংযোগ সম্ভব নয়। মিথ্যা আশ্বাস দিতে পারবোনা। তবে হে, মজুত বেশী হলে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুরে অবস্থিত সোনাইমুড়ী-বেগমগঞ্জ-৪ গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বাসা বাড়ীতে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। নতুন গ্যাস-কুপ আবিষ্কৃত হলেও চাহিদার তুলনায় অপ্রতুল।
তিনি বলেন সিলিন্ডার গ্যাস এর মূল্য নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন, সরকার নয়। তারা আমদানিকারক ও গ্রাহকদের সাথে কথা বলে দাম নির্ধারণ করে। তবে বিশ্ববাজারে দাম কমলে সিলিন্ডার গ্যাসের দাম কমবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কানিজ ফাতেমা, বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ঊর্ধ্বতন কর্মকর্তা-বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে জ্বালানি উপদেষ্টা নোয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মের লোকজনের খোঁজখবর নেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!