ফাতেমা বেগম পায়ে হেঁটে পাশের গ্রাম সহোদর নানী বাড়ি যাচ্ছিলেন।
পিছন থেকে একটি সিমেন্ট ভর্তি দশ চাকার ট্রাক তাকে ধাক্কা দেয়।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরে তার ছেলে হাত, পায়ের জুতা ও শাড়ি দেখে শনাক্ত করে।
ট্রাকটি প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির। নম্বর ঢাকা মেট্রো -উ ১১-৩৪১৭।
চালক ওসমান আলী (৪২), পাবনা জেলার আমিনপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তেষ শেখের ছেলে।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়।
নিহতের ছেলে কালামের অভিযোগের ভিত্তে মামলা নথিভুক্ত করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!