বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা থেকে আজ ২০.১১.২০২৩ইং তারিখ রাত আনুমানিক পৌনে একটার দিকে দুর্ধর্ষ ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শট গানসহ আটক করে। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। ডাকাতের ভাষ্যমতে তার বাড়ী কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামে। ডাকাতের নাম আব্দুল মালেক(৫২), পিতার নাম মোঃ সেকান্দার আলী। পুলিশের তথ্য মতে উক্ত ডাকাতের নামে কাঠালিয়া থানা সহ বিভিন্ন থানায় মোট ১৬ টি মামলা রয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!