এইচ এম আরিফ হোসেন।।
ইস*রাইল কর্তৃক বর্বর গণ*হত্যার শিকার ফিলি*স্তিন মুসলমানদের হ*ত্যা ও নির্মম নির্যা*তনের প্রতি*বাদে আলোচনা সভা ও শান্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি কারেন্ট নিউজ ২৪.। ২৭ শে এপ্রিল রবিবার বাদ এশা" চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন হীরা ঝীলের ৫ম তলায় পোর্টালটির আঞ্চলিক কার্যালয়ে এই প্রতিবাদ সভা সহ তাদের শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পোর্টালটির সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন এর সভাপতিত্বে, নির্বাহী সম্পাদক সর্দার মহসিন এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া পূর্বে ফিলি*স্তিনি মুসলমানদের নির্বিচারে গন*হত্যার প্রতিবাদে সভা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্টার বাংলা টিভির সম্পাদক ও দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক এরশাদ খান , বাংলার মুখ নিউজ 24 এর সম্পাদক ও প্রকাশক এন কে সুমন পাটোয়ারী। স্থানীয় দৈনিক প্রভাতী কাগজ ও বিডিসিএন 24 এর সহ- সম্পাদক এইচ এম আরিফ হোসেন, উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ আলী,সাব-এডিটর ইমরান হক, সাংবাদিক দেলোয়ার হোসেন রাশেদ, মফস্বল সম্পাদক মাসুম পারভেজ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মহসিন হোসাইন, ইসলামী ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রতিনিধ মোঃ বায়েজিদ, চাঁদপুর শহর প্রতিনিধি মোঃ রাব্বি ঢালী ,ক্রসপন্ডেন্ট জাহাঙ্গীর আলম, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ, মার্শাল-,আর্ট মাস্টার সুলতান শাহ, চাঁদপুর মেডিকেল সেন্টারের পরিচালক ইব্রাহিম মিয়া, প্রবাসী আবু তাহের মিজি, বিশিষ্ট ব্যবসায়ী কাউসার আহমেদ, মোঃ মমিনুল ইসলাম গাজী,
এই সময় বক্তাগন বলেন ফিলি*স্তিনের গাজায় মুসলমানদের নিশ্চিহ্ন করতে নারী ও শিশুদের সহ নিরস্ত্র ও নিরীহ মুসলমানেরউপর ইসরা*ইলের বর্বর*চিত হামলা বন্ধের একমাত্র পথ মুসলমানদের ঐক্য এবং মুসলিম দেশগুলো তাদের ঈমানী দায়িত্ব নিয়ে শর্তহীন এক কন্ঠে বিশ্ব মুসলিম এক হতে হবে।
ভৌগলিক অবস্থান ও অর্থের লোভ দেখিয়ে মুসলিম দেশগুলোকে পশ্চিমা শক্তিরা বিভাজন করে রেখেছে এর বিরুদ্ধে সজাগ ও সোচ্চার হয়ে কঠিন ও ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে ঐক্যমতে পৌঁছাতে হবে।
একই সাথে আন্তর্জাতিক মহলের প্রতি বিশ্বের সকল মানুষের মানবতা সমুন্নত রাখার জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, গা*জার দিকে তাকিয়ে বিশ্বের সকল মুসলমানদের এক হতে হবে, না হলে প্রতিটি মুসলিম দেশের পরিস্থিতি হবে গা*জার মত। ভোগ করতে হবে এরকমই পরণতি। এই মুহূর্ত থেকে দেশের জন্য ধ্বংসাত্মক হবে এমন কর্মসূচি পরিহার করে ইস*রাইলের সকল পন্য বয়কট করতে হবে।
ব্যবসায়ীদের ইস*রাইলের পন্য দোকানে না রাখার আহবানও জানানো হয় এই প্রতিবাদ সভা থেকে । বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ফিলি*স্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে অতি দ্রুত মুসলিম দেশগুলোর সাথে পরামর্শ করা এবং গা*জায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর জোর দাবি জানানো হয় ।
সভা শেষে গা*জার নিরীহ মুসলমান সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ ও রোগে আক্রান্ত হয়ে অসুস্থ সাংবাদিক এইচ এম আরিফ হোসেন, উপদেষ্টা মাহবুব সরকার, পরিচালক মনজুরুল আলম খান, মনির হোসেন মিজি, মজিবুর রহমান হাওলাদার, ডাক্তার আব্দুল হাই এর দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। ছবিঃ মাসুম পারভেজ
মন্তব্য করার জন্য লগইন করুন!