স্টাফ রিপোর্টার।। নারায়ণ পুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সামনে রুবাইয়া ট্রেডার্স এর পরিচালকের কান্ড দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায় রুবাইয়া ট্রেডার্স এর পরিচালক মোঃ রোকন উদদীন বহু দিন যাবৎ জনসাধারণের পথ রোধ করে বালু ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এ বালু ব্যবসার কারনে, বিদ্যালয় মুখি শিক্ষার্থী সহ শিক্ষক ও যাতায়াতকারীদের মারাত্মক অসুবিধা হচ্ছে। বিশেষ করে উড়ন্ত বালু তাদের চোখে পড়ছে, কয়েকজন শিক্ষার্থী শিক্ষকরা বলেন এই সমস্ত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অতীতে কয়েক বার তাদের জরিমানা করা হলেও তাড়া নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলা ইন্জিনিয়ার জাকির হোসেন মজুমদারের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ ভাবে পাকা রাস্তা দখল করে বালু ব্যাবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!