ঢাকা, ১১ মে: হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে 'নারী জাগরণের মূলমন্ত্র, ইসলামের সঠিক আদর্শ' প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বর্তমান সভ্যতার সংকট তুলে ধরে বলেন, "বিশ্ব আজ নানামুখী সঙ্কটে জর্জরিত। এই সংকট মোকাবিলায় মানুষের তৈরি জীবনব্যবস্থা একটার পর একটা প্রয়োগ করে দেখা হয়েছে কোনোটিই মানবজাতিকে শান্তি দিতে পারেনি। আমরা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা মেনে নিতে। এই জীবনব্যবস্থা মেনে নিতে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিকৃত ইসলামের নারীদের প্রতি হীন দৃষ্টিভঙ্গি। ধর্মের ধ্বজাধারীরা নারীদের কালো কাপড়ে আবৃত করে, গৃহবন্দী করে ইসলামের যে বিকৃত রূপ তুলে ধরে আসছে তা মানুষের মাঝে ইসলাম ফোবিয়া সৃষ্টি করে রেখেছে। অথচ প্রকৃত ইসলামের চিত্র মোটেও এমন নয়।"
সভাপতির বক্তব্যে নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, "হেযবুত তওহীদের নারীরা যখন ইসলামের সঠিক আদর্শ প্রচার করছে তখন আমাদের সামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারা বিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি করে মানুষকে উসকে দিয়ে হেযবুত তওহীদের নারীদের অপমানিত ও লাঞ্ছিত করার অপচেষ্টা করছে। এই উগ্রবাদী, সন্ত্রাসীরা হেযবুত তওহীদের নারীদের পথ রুদ্ধ করার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে বীরাঙ্গনার ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।"
মন্তব্য করার জন্য লগইন করুন!