ফারুক হাসান কাহার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা'র পক্ষ থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদারের নেতৃত্বে শ্রমজীবী, পথচারি, রিক্সাচালকদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন করা হয়েছে। এসময় মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
ঠান্ডা পানি ও শরবত পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার জানান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা'র পক্ষ থেকে শাহজাদপুরে ৭ দিন ব্যাপি শরবত ও ঠান্ডা পানি বিতরন করা হবে।#
মন্তব্য করার জন্য লগইন করুন!